ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফিচার

ক্রিকেট নিয়ে তারা ৩ জন

আল নাহিয়ান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১১
ক্রিকেট নিয়ে তারা ৩ জন

‘একাত্তরের ১ মার্চ, স্টেডিয়ামে খেলা চলছিল। ২ মার্চ ঢাকায় অধিবেশন হওয়ার কথা।

ভুট্টোর আসার কথা রয়েছে। এমন সময় রেডিওতে শুনলাম ভুট্টো আসবেন না। পাকিস্তানিরা অস্বীকার করলো আমাদের নিরঙ্কুশ বিজয়। দর্শক সারিতে ছড়িয়ে পড়লো তুমুল উত্তেজনা। খেলা শেষ হয়ে গেলো। ’ ক্রিকেট নিয়ে এভাবেই নিজের কথাগুলো বলছিলেন উপমহাদেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। বিশ্বকাপের কোনো দলের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীতা ছাড়া পরাজয়ের সুযোগ নেই বলেও বিশ্বাস তার।

তবে একটু অন্যরকম স্বপ্ন দেখেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তার মতে, কোয়ার্টার ফাইনালে পৌঁছনই আপাতত সফলতা। তবে ক্রিকেটারদের কাছ থেকে ভালো খেলা আশা করেন তিনি। ছেলেবেলার স্মৃতি সম্পর্কে বলেন, ‘বাবা-মায়ের একমাত্র ছেলে হওয়ায় তারা চোখেচোখে রাখতেন। যা খেলতাম তা বাড়ির উঠনেই। কাঠ কেটে নিজেরাই ব্যাট বানিয়ে খেলতাম। ’

স্কুলজীবনে বন্ধুরা যখন ফর্মুলা ওয়ান আর বাস্কেট বল খেলায় ডুবে থাকতো তখন ছোট চাচার হাত ধরে ক্রিকেট খেলা দেখতে যেতেন উন্মাদের নির্বাহী সম্পাদক ও ছড়াকার অনিক খান। তার মতে, ‘চারদিকে এতো হতাশার মাঝে একমাত্র ক্রিকেটই পারে আমাদের আনন্দ ও তৃপ্তি এনে দিতে। ক্রিকেটারদের প্রতি তার পরামর্শ ‘বাবারা লাইনে থাকিস!’

ইচ্ছেঘুড়ির পাঠকদের জন্য তিনি ছড়ায় ছড়ায় বলেন, ‘আমরা এবার ফাইট দেবো, নইলে পরে টাইট দেবো। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।