ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও রাপুনজেলের প্রাসাদ

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
নিজেই বানাও রাপুনজেলের প্রাসাদ

রূপকথার রাজন্যার প্রাসাদ যদি থাকে তোমার পড়ার টেবিলে তবে কেমন হয়! নিশ্চয় বলবে, ভালোই তো। তাহলে তুমি রেডি হও এখনি।

ক্লাসের অবসরে নিজেই বানিয়ে ফেলো রাপুনজেলের প্রাসাদ।

যা লাগবে তোমার: কয়েকটি টয়লেট টিস্যু রোল, রঙিন চার্ট পেপার, আঠা, কাঁচি, টেপ, রাপুনজেলের ছবি, গ্লিটার।



যেভাবে বানাবে:
ক.  প্রথমেই টেপ দিয়ে কয়েকটি টয়লেট টিস্যু রোল একসঙ্গে লাগিয়ে নাও।
খ.  এবার এর উপরে যেকোনো রঙের চার্ট পেপার মাপমতো কেটে আঠা দিয়ে লাগিয়ে নাও।
গ.  উপরের দিক থেকে কাঁচি অথবা অ্যান্টিকাটার দিয়ে একটা জানালা কেটে নাও। এ কাজে বড়দের সাহায্য নেওয়া ভালো।


ঘ.  জানালার ভেতরে রাপুনজেলের ছবি আঠা দিয়ে লাগিয়ে নাও।
ঙ.  এখন একটা চার্ট পেপার গোল করে কেটে ছবির মতো করে তার মধ্যে থেকে একটা ত্রিভুজ কেটে নাও। তারপর এটিকে পেঁচিয়ে কোণ আকৃতি বানাও ও আঠা দিয়ে লাগাও।
চ.  এই কোণটিকে এবার তোমার প্রাসাদের একদম মাথায় লাগিয়ে নাও।


ছ. এর উপরে একটা কাঠির মাথায় তিনকোণা আকৃতিতে কাগজ কেটে পতাকা বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দাও।
তোমার রাপুনজেলের প্রাসাদ এবার তৈরি।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠাও এই মেইলে: ichchheghuri24@gmail.com

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।