ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বকাপ জাদু | মো. এমরুল হোসাইন

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
বিশ্বকাপ জাদু | মো. এমরুল হোসাইন

কী যে মজা লেগেছে
ফুটবলে কিক মেরে,
বুক ভাসে লোনা জলে
দল যদি যায় হেরে।
 
তাই নিয়ে সহসাই
হাতাহাতি লেগে যায়,
উত্তেজনার কাছে
সবাই যে অসহায়!
 
নেইমার, মেসি আর
মুলারেও আছে জাদু,
অপলক জাদু দেখে
রাতভর বুড়ো দাদু।


 
বল যদি জালে যায়
মজা পায় কচি-কাঁচা,
গোল উৎসবে মাতে
নানু দাদু মামু চাচা।



বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।