ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এমএইচ১৭: নিষ্পাপ শিশুদের মৃত্যুপুরী

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
এমএইচ১৭: নিষ্পাপ শিশুদের মৃত্যুপুরী

ঢাকা: ১৭ জুলাই। ইউক্রেনের আকাশে ভূপাতিত করা হলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ১৭) একটি যাত্রীবাহী উড়োজাহাজ ।

ইউক্রেন রাশিয়া লাগোয়া সীমান্তে এ ঘটনা কেড়ে নিয়েছে উড়োজাহাজটিতে থাকা মোট ২৯৮ জন যাত্রীর প্রাণ।

২৯৮ জনের মধ্যে শিশু ছিল ৮০ জন। নিষ্পাপ শিশুদের মৃত্যুপুরীর গল্প ঘটনার সপ্তাহ পার হতে চললেও দাগ কেটেছে প্রতিটি হৃদয়ে।


একজন মারনিক্স ভ্যান হেনডি। বয়স মাত্র ১২। দুরন্ত শৈশব বুঝে ওঠার আগেই মৃত্যুর পথে যাত্রা হলো তার। সঙ্গে রয়েছে তার বড় ভাইও। ওর নাম পাইরাস। বয়স ১৫। জীবনের রঙিন আলো জ্বলে ওঠার আগেই শেষ হয়ে গেল তার জীবন।

মাত্র ৮ বছর বয়স শিশুটির। নাম মারগাএক্স ভ্যান ডেন হেনরি। বয়স কেবলই ৮। পুতুল খেলা শিশুটি আজ শুধুই অতীত।


মার্টিন পাউলিসেন। মাত্র ৫ বছর বয়স। তার ছোট বোন শিরি। ওর বয়স ৩। দু’ভাই-বোন এখন স্বর্গের বাসিন্দা।

ইভি মাসলিন, বয়স ১০। অস্ট্রেলিয়ার বাসিন্দা। ভাই ও দাদার সঙ্গে যাত্রা করছিলেন। মৃত্যু ওকে আর স্কুলে যেতে দিলো না।


নিক নোরিন বয়স ১২। অটিস ৮। শ্যাম উইলস। কিশোর বয়স। তারও পিছু ছাড়েনি মৃত্যু।


কাইলা গয়েসের বয়স মাত্র ২১ মাস।   আফরুজ জাই, বয়স ১৩। তার বড় ভাই আফজাল। ওর বয়স ১৭।


আফিফ জাই বয়স ১৯। তার ছোট বোন মারাসা জাইয়ের বয়স ১৫। একই পথের যাত্রী তারা।

এছাড়া ওই উড়োজাহাজে চড়ে নেদারল্যান্ডসের আমস্টার্ডাম থেকে মায়ের সঙ্গে কুয়ালালামপুর আসছিল ১৫ বছর বয়সী গ্যারি। ফুটবল ফেলাই ছিলো গ্যারির শখ। তাও পরিণতি হলো ওই মৃত্যুপুরীই।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।