ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

অন্ধকারে টেলিভিশন দেখা উচিত নয় কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
অন্ধকারে টেলিভিশন দেখা উচিত নয় কেন?

ঢাকা: টিভি দেখতে আমরা সবাই পছন্দ করি। আর কার্টুন ছাড়া বন্ধুদের নিশ্চয় দিন চলে না।

স্কুলের ফাঁকে একটু অবসর পেলেই টিভির সামনে বসে পড়া। কিন্তু জানো কি, টিভি অন্ধকার ঘরে বসে দেখা উচিত নয়?

তাহলে চলো জেনে নেওয়া যাক। মানুষের চোখ সব সময় সাদা ‍আলোতে ভালো কাজ করে। অর্থাৎ ভালো দেখা যায়। সাদা আলোয় আমাদের চোখ স্পষ্ট দেখে।

চিকিৎসাশাস্ত্র মতে, অন্ধকারে টিভি দেখার প্রধান অসুবিধা দুটি। প্রথমত, টেলিভিশনের তীব্র ঔজ্জ্বল্যের আলো চোখের জন্য ভালো নয়। চোখের ভিতর ওই আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় চোখের অক্ষিপট।

দ্বিতীয়ত, অন্ধকার ঘরে টেলিভিশনের পর্দার আলোর কম্পন এত প্রকট হয়ে চোখে পড়ে যে তাতে চোখ ক্লান্ত হয়।

সুতরাং, অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিত নয়। ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে পর্দা থেকে অনন্ত ৩ থেকে ৪ মিটার দূরে বসে টিভি দেখা উচিত।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।