ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পূজা এলো | সুব্রত চৌধুরি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
পূজা এলো | সুব্রত চৌধুরি

তাক কুড় কুড় তাক
পূজা এলো পূজা
বাজে কাঁসর ঢাক
তাক কুড় কুড় তাক।

পূজা এলে নেইকো শাসন
পড়ার সাথে আড়ি,
সারাটা দিন হৈ চৈ করে
মাথায় তুলি বাড়ি।



পূজার সময় নতুন জামা
গায়ে পরে যাই,
ঠাকুর দেখা শেষ করে
মনডা-মিঠাই খাই।

তাক কুড় কুড় তাক
তাক কুড় কুড় তাক
পূজা এলো পূজো এলো
বাজে কাঁসর ঢাক। ।



বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।