চাঁদের বুড়ি
চাঁদের বুড়ি চাঁদকে ডাকে
আয় না কাছে আয়,
চাঁদের দেশে আপন বেশে
হলদে রঙিন না’য়।
চাঁদ সুন্দর আঁকা বাঁকা
নতুন জামা গায়,
আসলে তুমি সবই পাবে
মেঘ রানীদের ছায়।
চাঁদের কণা
ছোট্ট সোনা চাঁদের কণা
দুই এককে দুই,
ছোট্ট ঘরে ওরে মনা
কোথায় তোরে থুই।
চাঁদের কণা আর কাঁদে না
তিন এককে তিন,
ঐ যে দূরে গান শোনা যায়
সাধক বাজায় বীণ।
চাঁদের কণা রাগ করে না
চার এককে চার,
বাণিজ্যেতে যাবিরে তুই
সাজিয়ে নৌবিহার।
undefined
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪