ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সংবাদ

শিশু প্রকাশের দেয়ালিকা উদ্বোধন

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
শিশু প্রকাশের দেয়ালিকা উদ্বোধন

ঢাকা: শিশু বিষয়ক বিভিন্ন সংবাদ নিয়ে দেয়ালিকা প্রকাশ করেছে সংবাদ বিষয়ক সংগঠন ‘শিশু প্রকাশ’। শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি দেয়ালিকার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



দেয়ালিকা উদ্বোধন করেন শিশু একাডেমি গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক রেজিনা আক্তার। তিনি বলেন, ‘এধরণের কাজের মাধ্যমে শিশুদের সৃজনশীল বিষয়গুলো প্রকাশ পাবে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। ’  

অনুষ্ঠানে শিশু প্রকাশের শিশু সাংবাদিক, দলনেতাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। দেয়ালিকায় শিশু সাংবাদিকরা তাদের তৈরি বিভিন্ন প্রতিবেদন, আলোকচিত্র তুলে ধরেছে। শিশু একাডেমির জোবেদা খানম গ্রন্থাগরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দেয়ালিকা দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।