ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তোমরা ও আমরা | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
তোমরা ও আমরা | বিএম বরকতউল্লাহ্ ছবি: সংগৃহীত

তোমরা যখন শীতের দিনে গরম জামা পরে
ঘুরে ফিরে বেড়াও শহরে ভীষণ মজা করে
আমরা তখন বাছুর চরাই বিশাল মাঠের পরে
সন্ধ্যা হলে থিরথিরিয়ে ফিরে আসি ঘরে।
 
তোমরা যখন পড়তে বস জ্বালিয়ে নিয়ন বাতি
ভাবনা থাকে মনের মাঝে গড়বে এ দেশ জাতি
আমরা তখন কুপি জ্বালাই ভাঙা ছনের ঘরে
শীতের ভয়ে পালিয়ে বেড়াই নাড়ায় কিংবা খড়ে।



তোমরা যখন ইস্কুলে যাও চড়ে দামি গাড়ি
ছুটি হলেই ছুটে আস বাসায় তাড়াতাড়ি
আমরা তখন আলু কুড়াই বর্গা চাষির খেতে
সন্ধ্যা হলেও ব্যস্ত থাকি কোলাহলে মেতে।

তোমরা যখন ছুটির দিনে শোন টিভির গান
নাটক দেখে ফূর্তি করে মাতিয়ে তোলো প্রাণ
আমরা তখন মাঠে মাঠে কুড়াই নাড়া-খড়
গড়ে তুলি ওসব দিয়ে শীত তাড়ানো ঘর।



বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।