ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোটদের জন্য চলচ্চিত্র

শিশুদের তৈরি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
শিশুদের তৈরি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী

ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে ‘শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা-২০১০’ এ অংশগ্রহণকারী শিশুদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন ইউনিসেফ বাংলাদেশ এর শিক্ষা বিভাগের প্রধান নবেন্দ্র দাহাল। অনুষ্ঠানে সভাপত্বি করবেন শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার।

শিশুদের তৈরি চলচ্চিত্র দুটি হচ্ছে ‘আমার বন্ধু চিঁ চিঁ’ ও ‘জুতার রহস্য’।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।