ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাতে লেখো একটা কিছু

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
হাতে লেখো একটা কিছু

হাতে লেখার চল আজকাল শুধু পরীক্ষার খাতা নির্ভর। এছাড়া হাতে লেখা হয় খ‍ুব কম কাজে।

তার বদলে এখন চলে এসেছে ল্যাপটপ, কম্পিউটারে টাইপিং। স্কুল-কলেজে যারা পড়ে তাদের পরীক্ষার খাতায়, হোমওয়ার্ক বা ক্লাসওয়ার্কে হাতে লিখতে হয় ঠিকই, কিন্তু টাইপিংয়ে অভ্যস্ত হওয়ায় সে হাতের লেখারও হয়েছে শোচনীয় অবস্থা।

এভাবে যদি মানুষ টাইপ করে লেখায় অভ্যস্ত হয়ে যায়, তাহলে হয়তো কোনো একদিন হাতে লেখার কথা সবাই ভুলেই যাবে। যদি হাতের লেখা বেঁচেও থাকে, তার অবস্থা কী হবে বলো তো?

সেজন্য হাতের লেখা ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে ২৩ জানুয়ারি পালিত হয় ‘হাতের লেখা দিবস। ’

হাতের লেখা দিবসের মাধ্যমে সুন্দর হাতের লেখার প্রতি সবাইকে উৎসাহিত করা হয়। অন্তত একটা দিন কোনো টাইপ না করে হাতে লেখার অনুরোধ জানানো হয়।

কাগজ-কলমে লেখার অন্যরকম আনন্দ আছে। সে আনন্দটুকু এখন হারিয়ে যাচ্ছে টাইপিং-এর কারণে। অল্প করে হলেও সে আনন্দটুকু বাঁচিয়ে রাখতে আর সুন্দর হাতের লেখার চর্চা রাখতে আজকে তুমি হাতেই লিখে ফেলতে পারো একটা চিঠি বা এমন কিছু।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।