ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শাহজাহান মোহাম্মদ-এর দুটি ছড়া

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
শাহজাহান মোহাম্মদ-এর দুটি ছড়া

পাঠশালাতে মেলা

শহীদ ভাইয়ের রক্তে রাঙা
কাননে কুসুম কলি
সন্তান হারা মায়ের ডাকে
ছুটছে বনের অলি।

রক্তে রাঙা শিমুল পলাশ
একুশ প্রাতঃকাল
মেঘে মেঘে ভাঁজে ভাঁজে
নীহারিকার জাল।



প্রভাত আলোয় কচি পাতায়
বর্ণমালার খেলা
মায়ের ভাষা বাংলাভাষা
পাঠশালাতে মেলা।

হইচই
কড়াই গাছের ডালে
ডাকে গাঙচিল
পুকুরের জলে মাছ
করে কিলবিল।

পাতিকাক ছাদে বসে
কা-কা ডাকে
কোন দেশের মেঘ এসে
সূর্যকে ঢাকে।

চারিদিকে হই চই
হাট বার বলে
খুশি মনে খোকা-খুকু
দোলনায় দোলে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।