ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বাধীনতার ছড়া | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
স্বাধীনতার ছড়া | বিএম বরকতউল্লাহ্

পঁচিশ মার্চ

একাত্তরের পঁচিশ মার্চের রাতে
সবাই তখন ঘুমিয়ে ছিলাম খাটে
বুলেট-বোমার শব্দ শুনে হঠাৎ
লাফিয়ে উঠে দেখি খুলে কপাট
রাস্তা-ঘাটে পাক হানাদের বহর
কামান গোলায় চমকে ওঠে শহর।

মরছে মানুষ বুলেট বোমা শেলে
ভয়ে সবাই বাসা-বাড়ি ফেলে
ঊর্ধ্বশ্বাসে করছে ছোটাছুটি
গুলি খেয়ে পথেই লুটোপুটি।



শহরজুড়ে লাশের নীরব মিছিল
রাস্তা-ঘাট রক্তে হলো পিছিল
হঠাৎ দেখি লাশেরা সব উঠে
ঊর্ধ্বশ্বাসে দিগ্বিদিক ছোটে
লাশগুলো ছড়িয়ে পড়ে দেশে
অস্ত্র হাতে মুক্তি যোদ্ধার বেশে
লড়াই করে মারছে পশুর দল
অবাক সবাই, কোথায় পেল বল!

লাশগুলো যে যায় না কবর তলে
উঠে আসে শক্তি সাহস বলে
যুদ্ধ করে মারছে শ’য়ে শ’য়ে
পাক সেনারা পালায় মরণ ভয়ে।

অবশেষে বিজয় পেলাম বিজয়
তিরিশ লক্ষ জীবন হলো ক্ষয়
স্বাধীন করে দেশটা দিল তুলে
বলছে হেসে যাসনে তোরা ভুলে
রাখিস মনে স্বাধীনতার নিঠুর ইতিহাস
দেশটা এখন পূণ্যভূমি, শহীদদের বাস।

এই মাসেতে হৃদয় দুয়ার খোলারে

বছর ঘুরে মার্চ মাস আসবেই
দেশের মানুষ পরান খুলে হাসবেই
মুক্ত মনে হাঁস-মাছেরা ভাসবেই।

নীল আকাশে পাখিরা ডানা মেলবে
ইচ্ছে মত এদিক ওদিক উড়বে
মনের সুখে বনের পশু ঘুরবে।

এই মাসেতে শাসন-বারণ নাইরে
ইচ্ছে হলেই বে-সুরে গান গাইরে
যেখানে খুশি আপন মনে যাইরে।

এই মাসেতে হৃদয় দুয়ার খোলারে
সাগর-নদী নাচে ভাটা-জোয়ারে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।