ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিজ্ঞানের মজা

অদৃশ্য চিঠি

মোহাম্মদ মুনির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫
অদৃশ্য চিঠি

গোয়েন্দা গল্পে গোপন চিঠির কথা থাকে। বাস্তবে যদি তোমারও কখনো কাউকে গোপন চিঠি পাঠাতে ইচ্ছে হয় বা চমকে দিতে ইচ্ছে হয়, তাহলে কাজটা কিন্তু কঠিন হবে না।

অদৃশ্য লেখার মাধ্যমেই চিঠি পাঠাতে পারবে তুমি।

অবাক লাগছে? ঠিক আছে, চলো ঝটপট জেনে নিই কীভাবে লেখা যায় অদৃশ্য চিঠি।

অদৃশ্য চিঠি লেখাটা বিজ্ঞানের একটা মজার খেলা। আমরা কাগজে লিখব কিন্তু সেটা দেখা যাবে না । সেই লেখা পড়তে হলে বিশেষ পদ্ধতিতে পড়তে হবে।

যা করতে হবে
১। প্রথমে কমলা লেবুর রস নিয়ে তার সাথে খুবই সামান্য পানি মেশাও।
২। এরপর একটি কটন বাড সেই কমলা লেবুর রসে ভেজাও।
৩। সেই কটন বাড দিয়ে সাদা কাগজের উপর কিছু লেখো।
৪। কমলা লেবুর রস শুকানো পর্যন্ত অপেক্ষা করো।
৫। কাগজে সাদা ছাড়া কিছুই দেখা যাবে না। কিন্তু লেখা আছে।
৬। কাগজটিকে টেবিল ল্যাম্পের পাশে ধরে গরম করে নাও।
৭। দেখবে তোমার লেখা কাগজে বাদামি রঙে ভেসে উঠেছে।

কারণ
কমলা লেবুর রস জৈব পদার্থ ও সেই পদার্থ তাপে বাদামি রং ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।