ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পড়া পড়া খেলা | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
পড়া পড়া খেলা | রেবেকা ইসলাম

মাগো আমার ভাল্লাগে না ইশকুলেতে যেতে
অঙ্ক স্যার ও বাংলা আপা থাকেন ভীষণ তেঁতে।
ইতিহাসটা শুরু হলে পায় যে গভীর ঘুম
ভূগোলে মন হয়ে যায় ওই আকাশে গুম।


ভাল্লাগে না আসে না ক্যান ছুটির দুপুরবেলা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।

আমি হব খোকন স্যার ছাত্রী আমার তুমি
কি যে দারুণ সময় হবে পালিয়ে যাবে ঘুমই!
আমার মজার ইশকুলটা হবে নদীর তীরে
খেলায় খেলায় পড়া হবে মিষ্টি বাতাস ঘিরে।
ভয় পেয়ো না তোমায় আমি বকব না তো ম্যালা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।

আমার এই ইশকুলেতে ফূর্তি অফুরান
পড়ার সাথে তালে তালে কবিতা আর গান
দেব না তো তোমায় আমি বেশি বাড়ির কাজ
মিলিয়ে যাবে বাতাস ফুঁড়ে শঙ্কা ভয় লাজ।
ছাত্রী খারাপ হলেও তোমায় করব না তো হেলা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।