ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আঁকিয়ে খুকু | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আঁকিয়ে খুকু | রেবেকা ইসলাম

বৃষ্টি শেষে জলের তোড়ে ডুবলো বাড়ির কোণ
কুসুমজলের কোমল ছোঁয়ায় সতেজ হলো বন।
বুলবুলিটা উড়ে গেল ঝাপটে ডানা দু’টি
ঘুলঘুলিতে চুপটি বসে পায়রা সাদা জুটি।



রোদের আলো উঁকি মারে সজনে গাছের ফাঁকে
মাগো আমায় এসব ছবি আঁকতে কেন ডাকে।

বিকেলবেলা আকাশ জুড়ে সাদা মেঘের মেলা
এই হয়ে যায় হাতির শুঁড়, এই তো দেখি ভেলা।
উড়ছে যেন পেঁজা তুলো আবার কাশের ঢেউ
সারি সারি পাহাড় চূড়া আঁকলো যেন কেউ।

এই তো খুশি আকাশ মেয়ে এই তো মুখ ভার
এসব ছবি আঁকতে কেন মন চায় বারবার।
সন্ধ্যা হলেই পাখির ঝাঁক ওড়ে দলে দলে
সূর্য ডোবার দৃশ্য ভাসে পুকুর নদীর জলে।

এক এক করে ঘুড়ির দল আকাশ থেকে নামে
নাটাই ভরে টানতে সুতো ছেলের দল ঘামে।
কাজের শেষে চাষী-শ্রমিক ফিরছে বাড়ির পানে
বল্ না মাগো এসব ছবি আঁকতে কেন টানে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।