ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি | রেবেকা ইসলাম

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি | রেবেকা ইসলাম

সাত সকালে বৃষ্টি-হাওয়ায় মনটা আমার পোড়ে
ভাবনা আমার হারিয়ে গেল ওই যে মাঠের দূরে
ইচ্ছে করে কাদা মেখে করি লুটোপুটি
এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি?

বৃষ্টি পড়ে ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে সুরে
শান বাঁধানো পুকুরঘাটে নদীর দু’কূল জুড়ে ,
রূপসী বিলে লাফায় দেখ খলসে, কই আর পুঁটি
এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি?

দাঁড়িয়ে আছে ওই যে বক এক পা তুলে একা
বুকের ভেতর উঠলো ডেকে বনময়ূরী কেকা,
বৃষ্টি জলে ভিজে গেছে লাল মোরগের ঝুঁটি
এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি?

মেঘ যখন সরে গেল সূর্য দিল দেখা
চারদিকে ঝিলিক ঝিলিক দীপ্ত আলোর রেখা,
গোল সূর্য দেখতে যেন মায়ের বেলা রুটি
এমন দিনে ইশকুলটা কেন হলো না ছুটি?

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।