ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাঘ চেনালো বাঘের জাত | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
বাঘ চেনালো বাঘের জাত | আলেক্স আলীম

বাঘের ভয়ে ভারত মরে
দেখছি টিভি ঘরে ঘরে!

চুরি এবার পড়ছে ধরা
ইন্ডিয়াতে রানের খরা!

হাসি এসে গেছে মুখে
বাঘকে বল কে রুখে!

বাঘ চেনালো বাঘের জাত
টিম ইন্ডিয়ার মাথায় হাত!

সোনার ছেলে মুস্তাফিজুর
ভয় করে না ভারত জুজুর!

জয়ের কাছে এলেম বুঝি
তিনশত সাত বিশাল পুঁজি!

একটা গেলে যাবে সব
বাঘ করবে জয় উৎসব!

গেলো গেলো সবই গেলো
কাদের যেন চিবিয়ে খেলো!

দেখলো সবাই বাঘের থাবা
এমন বিজয় যায় না ভাবা!

আমি আছি বাঘের পিঠে
জয় পেয়েছে আমার ভিটে!

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।