ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পাখির গান | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৫
পাখির গান | সুমন বিশ্বাস

কোন সুরে তুই গান ধরিলি
বল রে পাখি বল
সরগমটা শিখলি কোথায়
আমায় নিয়ে চল।
কোন রাগিণীর সুর গানে তোর
কাটে না তাল-লয়
কী! যে মধুর! লাগে প্রাণে
কী! যে প্রেমময়!
গান শুনে তোর হারিয়ে গেলাম
কল্পলোকের দেশে
যেথায় সুরের নৌকো চলে
উদাস হাওয়ার বেশে।


শিউলি বকুল কামিনী হেনার
গন্ধ মাখা সুর
তোর গানেতে মিশে থাকে
সুখের সমুদ্দুর।



বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।