ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেলা বাড়ায় বন্ধুত্ব | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
খেলা বাড়ায় বন্ধুত্ব | আলেক্স আলীম

যতই সাজাও নাটক তুমি
মিথ্যা বলে পেপারে,
আসল কথা জেনে গেছি
আমরা এসব ব্যাপারে।

মিডিয়াতে এসব নিয়ে
হোক না যতো তোলপাড়
হোয়াইটওয়াস ছাড়া এখন
কী আছে আর বলবার।



ধোনি তোমার মাথা গরম
হও না যতো রুক্ষ
প্রতিবেশীর জন্য আমার
মনে অনেক দুঃখ!

খেলা বাড়ায় বন্ধুত্ব
চাই না কিছু অন্য
মানবতার খোলস ছেড়ে
কেন হবো বন্য!

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।