ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আসুন গাঁয়ে | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আসুন গাঁয়ে | বাসুদেব খাস্তগীর

ফুলের বনে ফুল ফুটে রয়
গন্ধেতে মৌ মৌ,
জারুল গাছে ডাকে পাখি
বউ কথা কও বউ।

কাশবনের ওই শুভ্র সাদা
মন নেবে তো কাড়ি,
ধানের ক্ষেতে সাদা রঙের
দেখবে বকের সারি।



মাছরাঙা ওই ঘাপটি মেরে
বসবে গাছের ডালে,
সুযোগ পেলে ছোঁ মেরে সে
মাছ নেবে তার গালে।

জোনাক পোকার মিটিমিটি
আঁধার রাতের কালো,
জ্যোৎস্না রাতের মন কাড়া
মধুর চাঁদের আলো।

আমার সোনার বাংলাদেশে
এ রূপ দেখি নিত্য,
আসুন গাঁয়ে, দেখুন এসব
দুলবে সবার চিত্ত।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।