ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদের চাঁদ | হোসনে আরা জাহান

ঈদছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
ঈদের চাঁদ | হোসনে আরা জাহান

মেঘের ফাঁকে এক ফালি চাঁদ
উঠলো হেসে,
মন পবনে খুশির ভেলা
ছুটলো ভেসে।

উজান টানে লাগলো হাওয়া
খুশির পালে,
চাঁদের বুড়ি বৈঠা হাতে
তালে তালে।



দু'চোখের ঐ তারায় তারায়
খুশির ঝিলিক,
জোনাক পোকার ডানায় ডানায়
আলোর হিড়িক।

ঈদ এলো আজ বছর ঘুরে
আকাশ বেয়ে,
রংধনু-রং আনন্দ তাই
বাতাশ ছেয়ে।

খুকুমণি কুড়িয়ে নিলো
একটুখানি,
রঙিন জামায় ছড়িয়ে দিলো
বাতাস ছানি।

ঘুমায় খুকু বাঁকা চাঁদে
হেলান দিয়ে,
জেগে ওঠে ঈদের দিনে
খুশি নিয়ে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।