ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তালচুরি | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
তালচুরি | বিএম বরকতউল্লাহ্

যাবি নাকি?
কই?
চন্দনাদের তালগাছে
কচি কচি তাল!
বিশ্বাস কর তুই
দেখে এলাম কাল।

এত রাতে?
তাতে কী?
ভয় পাস?
ধুর বোকা ভয় কী
চল চল চল
রফিকুলে গাছে ওঠে
নিচে পরিমল।



ধুম করে কচি তাল
পড়ল নিচে
লাঠি নিয়ে চন্দনা
দৌড় দেয় কী যে!

বাড়ি খেয়ে রফিকুলে
দেয় চম্পট
গাছে কে রে? নেমে আয়
দেখি লম্পট!

ধরা খেল পরিমল
কী যে তার হাল
বার বার বলে সে
খাবো নারে তাল!

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।