ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হরিপদ শঙ্খ | রকিবুল ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
হরিপদ শঙ্খ | রকিবুল ইসলাম

হরিপদ শঙ্খ
শিখিবে সে অঙ্ক,
চলে গেল তাই সে মাস্টার বাড়িতে
পড়াবে না, তবুও সে চায় কী ছাড়িতে!
   
মাস্টার মহাশয়
রেগে রেগে কথা কয়,
তাই দেখে ভয় পায় হরিপদ শঙ্খ
কী করে শিখিবে সে এতসব অঙ্ক!

সারাদিন সারারাত
পড়ে শুধু ধারাপাত,
বেশি বেশি পড়ে সে মনোযোগ দিয়া
যোগ-বিয়োগ, গুণ-ভাগ আরও শতকিয়া।

হরিপদ শঙ্খ
শিখিল সে অঙ্ক
অঙ্কের ফর্মুলা সব জানা তার
তার সঙ্গে অঙ্কে জুড়ি মেলা ভার!

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।