ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গণমাধ্যমে শিশুরা এখনো অধিকারবঞ্চিত

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ২৫, ২০১১
গণমাধ্যমে শিশুরা এখনো অধিকারবঞ্চিত

দেশের গণমাধ্যমে শিশুরা এখনো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। শিশু সনদের আলোকে শিশুরা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত।



বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শিশু প্রকাশ আয়োজিত এক সেমিনারে শিশু সাংবাদিকরা এসব কথা বলেছে।

‘গণমাধ্যমে শিশু অধিকার এবং শিশু সাংবাদিকতা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শামীম রেজা।

এতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, শিশুতোষ চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, ইউনিসেফের ইনফরমেশন ও কমিউনিকেশন ম্যানেজার আরিফা এস শারমীন প্রমুখ।

সেমিনারে ১০ জন শিশু সাংবাদিক, ১০ জন তৃণমূল সাংবাদিক, শিশু সাংবাদিকের অভিভাবক, গণমাধ্যম ব্যক্তিত্ব, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।