ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকা ও ফড়িং | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
খোকা ও ফড়িং | রেবেকা ইসলাম

চুপটি বসে আঁকছে ছবি খোকা
বারান্দায় এক গঙাফড়িং ওড়ে
হঠাৎ ধরে ফেললো সেই পোকা
আগলে রাখে হাতের মুঠোয় ভরে।

খোকা তাকে শুধোয়, অবাক চোখে
ও ফড়িং তুই দেখ না চক্ষু মেলে
সুতো দিয়ে বাঁধবো আমি তোকে
যেমন করে দুষ্টু ছেলে খেলে।



শুনে বাবা বলেন, এটা ঠিক না
ছিঁড়ে যাবে কোথায় পাবে পাখা সে
ছোট্ট পোকা হাত-পাগুলো চিকনা
খোকা তখন উড়িয়ে দিল আকাশে।

তিরি তিরি কাঁপন লাগে পাখনায়
খোকার দুগাল ঢাকলো খুশির ঢাকনায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।