ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদ বলেছে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
চাঁদ বলেছে | সুমন বিশ্বাস

চাঁদ বলেছে চায় না চাঁদা
চায় গো তোমার চোখ
ফুলের মতো লাল দোপাটি
চোখ দুটো চায় হোক।

খোলা মনের উঠোন জুড়ে
যেথায় ফুলের মেলা
সেথায় নাকি বিছনা পেড়ে
করবে চাঁদে খেলা।



রাত্রিবেলা জমবে আসর
ঝিঁঝি পোকার গানে
প্রজাপতি আসবে উড়ে
সেই না সুরের টানে।

আমরা যত শ্রোতা সব
গানের গলা ধরে
দুলবো সুরের খেয়ায়
নাচব খুশির ডোরে।

বাংলাদেম সময়: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।