ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাতিঘরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বাতিঘরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার

ঢাকা: বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাতিঘরের শিশুদের আঁকা ছবি ও মৃৎশিল্প প্রদর্শনী (৫ম তলার চিত্রশালায়) এবং তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের (২য় তলার মিলনায়তনে) আয়োজন করা হয়েছে।



শিশুদের আঁকা ছবি ও মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুনিরুজ্জামান।

প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি থাকবেন শিক্ষাবিদ-সাহিত্যিক শ্যামলী নাসরিন চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি অসীম সাহা, সাবেক সংসদ সদস্য তহুরা আলী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন, অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, সঙ্গীত শিল্পী-গীতিকার-সুরকার-সঙ্গীত পরিচালক দিলজিৎ সজল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের গবেষণা প্রধান সঞ্জীব সাহাসহ গুণিজন ও ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে বাতিঘরের সুকুমার শিশু পাঠাগারেরও উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএসআর


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।