ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

টিপ দিয়ে যা ‍| ফখরুল ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
টিপ দিয়ে যা ‍| ফখরুল ইসলাম

কাশ জুড়ে চাঁদ ফোয়ারা
জোত্‍স্না চাদর ঘাস বিছানায়,
টিপ দিবি চাঁদ এই কপালে
দিয়ে যা না, আয়রে আয়।
চাঁদ হেসে যায় খুকি হাসে
তারা জ্বলে ওই ঝলমলে,
কপাল পেতে আছে খুকি
চাঁদ মামা টিপ দেবে বলে।


চাঁদ মামা তুই আয়না নেমে
খুকির চোখে এলো যে ঘুম,
খুকির পুরো কপাল জুড়ে
টিপ যা দিয়ে, দিয়ে যা চুম।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।