ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মুক্তিযুদ্ধের ভাস্কর্য– ৩

অকুতোভয় সংশপ্তক

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
অকুতোভয় সংশপ্তক

ঢাকা: চলছে বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ মাসেই বাঙালি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয়, লাল-সবুজ পতাকা।

মহান মুক্তিযুদ্ধ স্মরণে দেশের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে ভাস্কর্য। এসব ভাস্কর্য বহন করে স্বাধীনতা যুদ্ধের নানা স্মৃতি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকেই দেখে থাকবে এসব ভাস্কর্য। অনেক ভাস্কর্য নির্মাণের পেছনে রয়েছে স্বাধীনতা সংগ্রামের একেকটি বাস্তব প্রেক্ষাপট।

এমনই একটি ভাস্কর্য সংশপ্তক।


সংশপ্তক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সংশপ্তক ভাস্কর্য। ১৯৯০ সালের ২৬ মার্চ শিল্পী হামিদুজ্জামান খান এ ভাস্কর্য তৈরি করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ১৫ উঁচু ভাস্কর্যটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। এর আরেক উপাদান হলো রেড সিরামিক ব্রিক।

প্রেক্ষাপট
সংশপ্তক মানে কী জানো? এর মানে নির্ভীক ও জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সংশপ্তক ভাস্কর্যটিকে ভালোভাবে দেখলে বুঝবে নয় মাস স্বাধীনতার যুদ্ধে আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধারা কী করে জীবন বাজি রেখে লড়াই করেছেন। হানাদার বাহিনীর আক্রমণে এক হাত-পা হারিয়েও যুদ্ধে ক্ষান্ত দেননি আমাদের মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএমএন/এএ

** চেতনার বিজয় ‘৭১’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।