ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফুলকি-বিজয় ডিজিটাল শিশুশিক্ষা মেলা ২১-২৩ জানুয়ারি

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফুলকি-বিজয় ডিজিটাল শিশুশিক্ষা মেলা ২১-২৩ জানুয়ারি

ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের ফুলকি নার্সারি স্কুল আয়োজন করতে যাচ্ছে ‘ফুলকি-বিজয় শিশুশিক্ষা মেলা-২০১৬’।

আগামী ২১, ২২ ও ২৩ জানুয়ারি তিন দিনের মেলাটি চলবে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে (৯৫/৩/১, মধ্য পীরেরবাগ, মিরপুর)।

 

মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। আরো থাকবেন শিশু সংগঠক ও ফুলকি নার্সারি স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তৌহিদুজ্জামান।

প্রতিদিন মেলায় থাকছে বিজয় ডিজিটাল শিশুশিক্ষার প্রদর্শনী, শিশুদের শিক্ষার ডিজিটাল ডিভাইস প্রদর্শনী, থ্রি-ডি মুভি, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আরো থাকছে ম্যাজিক শো’, পুতুল নাচ, নাগরদোলা, ঘোড়ার গাড়িতে ভ্রমণ, বায়স্কোপ, জোকার, যেমন খুশি তেমন সাজো, মুকাভিনয়, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, বইমেলা, বাংলার কৃষ্টি ও কালচার নিয়ে ফ্যাশন শো’, শিশু-কিশোরদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

চিরচেনা বাংলার ইতিহাস ও ঐতিহ্য নিয়েও থাকছে হরেক রকম মজার মজার আয়োজন, যা শিশুর মেধা বিকাশে সহায়তা করবে। অপূর্ব এ আয়োজনে শিশুরা অংশ নিয়ে বড় হবে আর বড়রা ফিরে যাবেন হারানো শৈশবে।

মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলার সহযোগিতায় থাকছে শিশু কিশোর সংগঠন আগুনের ফুলকি ও আনন্দ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।