ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লাল সবুজের জয় | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
লাল সবুজের জয় | আলেক্স আলীম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থাকতে সাকিব ভয় কী আবার
লাল সবুজের জয়
’১৫ সালে বেশতো ছিলাম
ষোল’তে দুর্জয়!

নবাগত ওই নুরুল হাসান
দিয়ে গেলো উঁকি
এতেই খুশি জোয়ান-বুড়ো
খুশি খোকাখুকি!

জিম্বাবুয়ের মসাকাদজা
হয়েছে ম্যাচ সেরা
সব হয়েছে হয়নি তাদের
জয়ের কাছে ফেরা।

সাব্বির এসে রানের চাকা
ঘুরিয়ে গেছে বেশ
সাবাশ আমার টিম টাইগার
সাবাশ বাংলাদেশ!

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।