ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খুশির আভায় | জগলুল হায়দার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
খুশির আভায় | জগলুল হায়দার

দোয়েল পাখির সবুজ শিসে
নীলের আকাশ চমকালো
ফুলের বুকে ফাগুন নাচে
ফুল হলো তাই জমকালো।

সূয্যি খোকা ঘুম ভেঙে চায়
পুব দিকে তাই ভোর লাগে
চিক চিক চিক শিশির ফোঁটায়
ঘাসের চোখে ঘোর লাগে।



পদ্ম পলাশ শাপলা বেলি
প্রাণের প্রেমে মাতলো আজ
রঙের সাথে বন প্রকৃতি
তাই মিতালি পাতলো আজ।

ভাসলো ভোদর হাসলো বোয়াল
নাচলো পুঁটি খলসে তাই
হাজার খুশির আলোক আভায়
মনটা ওঠে ঝলসে তাই!

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।