ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ব্যাঙ ফড়িংয়ের খেলা | অমিয় দত্ত ভৌমিক

ছড়া ~ ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ব্যাঙ ফড়িংয়ের খেলা | অমিয় দত্ত ভৌমিক

ব্যাঙ ফড়িংয়ের খেলা দেখো
নানার রকম তালে
ব্যাঙ যে নাচে ঝিলের জলে
ফড়িং গাছের ডালে।

ফড়িং দেখো উড়ে খেলে
উপর থেকে নিচে
ব্যাঙটা শুধু শূন্যে লাফায়
ফড়িং এলে কাছে।



নানা রঙের জার্সি পরে
খেলছে ফড়িং দল
ব্যাঙ খেলছে উদোম গায়ে
গায়ে মেখে জল।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।