ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফাগুন ‍| নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ফাগুন ‍| নাজিয়া ফেরদৌস

ফাগুন এলো ফুলে ফুলে
নতুন খুশির তালে।
দখিন হাওয়া দোল লাগালো
কৃষ্ণচূড়ার ডালে।


খুকুর মুখে ফুটলো হাসি
আমের ডালে বোল;
দূরের গাঁয়ে শুরু হলো
বিয়ের হট্টগোল।
শিমুল এলো, পলাশ এলো
ফাগুন হাওয়ায় চেপে,
খুশির শিহরণে সবাই
উঠলো কেঁপে কেঁপে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।