ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

২ মাসের কন্যা অবন্তিকে নিয়ে

ওকে ঘিরে

অশোকেশ রায় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুলাই ২, ২০১১
ওকে ঘিরে

কথা বলতে শেখেনি
একা চলতে শেখেনি
পায়ে হাঁটতে শেখেনি
ছড়া কাটতে শেখেনি
শুধু একটু শিখেছে হাসতে-

বই পড়তে পারে না
নাচ করতে পারে না
গান গাইতে পারে না
কিছু চাইতে পারে না
শুধু মাঝে মাঝে দেখি কাঁদতে-

মন মাতানো সেই হাসিটা
স্বপন-যাদুর লাল বাঁশিটা
কান্না প্রাণে সোহাগ আনে
হৃদয় টানে মুখের পানে
ইচ্ছে জাগায় কেবল ভালোবাসতে।

বয়সটা নয় হাঁটি হাঁটি
দেখতে হাসি চিমটি কাটি
কান্না থামাই কোলে তুলে
ইচ্ছে শুধু সকল ভুলে
ওকে ঘিরেই আগামীটা বাঁধতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।