ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রেজাকারের বাড়ি । অমিয় দত্ত ভৌমিক

অমিয় দত্ত ভৌমিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
রেজাকারের বাড়ি । অমিয় দত্ত ভৌমিক

ওই দেখো ভবনটা যে
সামনে একটা গাড়ি
এটা কিন্তু একাত্তরের
রেজাকারের বাড়ি।

পাঁচিল ঘেরা ওই বাড়িতে
মুক্তিযুদ্ধের কালে
রক্ত দিয়ে খেলেছে হলি
খেঁকশিয়ালের পালে।

শান্তিকামী সহজ সরল
মানুষদের ধরে
নির্বিচারে করেছে হত্যা
নদীর ওই চরে।

মা বোনদের ধরে এনে
সম্ভ্রম নিতো কেড়ে
প্রতিবাদী হলেই কেউ
মেরেছে অকাতরে।

আজকে দেখো তারাই আছে
দিব্যি রাজার হালে
ইচ্ছে করে চিৎকার করি
রেজাকারের ছেলে...।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।