ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চামচ যখন ক্যানভাস!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
চামচ যখন ক্যানভাস!

ঢাকা: ফুড আর্ট সম্পর্কে নিশ্চই ধারণা আছে সবার। ওইতো, খাবার-দাবার দিয়েই বিভিন্ন কিছু তৈরি করা।

আইয়োয়ানা ভ্যাঙ্ক নামের এক রোমানিয়ান স্থপতি দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিস আর আশেপাশের যেকোনো কিছু দিয়েই আর্ট করেন। ফুড আর্টও তার ভীষণ প্রিয়।

 

 সাধারণত ফুড আর্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে প্লেট। কিন্তু সেক্ষেত্রে আইয়োয়ানা একটু ব্যতিক্রমী। তিনি তার ফুড আর্টে প্লেটের বদলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন চামচ! স্বল্প পরিসরে চামচের ওপর কী অসাধারণ চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন দেখে নাও একবার -

আমেরিকান ইন্ডিয়ান

জায়ান্ট পান্ডা

ব্যাটম্যান

টিয়া পাখি

কিউই দিয়ে পাখি

পেঙ্গুইনস অব মাদাগাস্কার

জেব্রা

ঘাসফড়িং

কার্মিত দ্যা ফ্রগ

সাফারি

 

তাহলে বন্ধুরা, তোমরা ট্রাই করছো কবে চমৎকার এই ফুড আর্টগুলো!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।