ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চিলড্রেন অব হ্যাভেন

আবীর ফেরদৌস মুখর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
চিলড্রেন অব হ্যাভেন

দুই ইরানী শিশু আলী ও জোহরা, সম্পর্কে ভাই-বোন। বেড়ে ওঠা এক দরিদ্র পরিবারে।

একদিন আলী তার বোন জোহরার জুতা হারিয়ে ফেলে। কিন্তু দুজনেই জুতা হারানোর খবরটি তাদের বাবাকে বলতে ভয় পায়। আলী ভাবতে থাকে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

জোহরার স্কুল শুরু হতো সকালে আর আলীর দুপুরে। আলী তার জুতা জোহরার সঙ্গে ভাগাভাগি করে নেয়। একারণে প্রতিদিনই তাদের ক্লাসে যেতে দেরি হতো। জোহরা আলীকে ভয় দেখায় তার জুতার ব্যবস্থা না করলে সে বাবাকে পুরো ব্যাপারটি বলে দেবে।

এরই মধ্যে আলী তার স্কুলের দৌঁড় প্রতিযোগিতায় নাম দেয়। কারণ প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার ছিল এক জোড়া জুতা। কিন্তু পরিস্থিতি ক্রমেই জোটিল হতে শুরু করে। এরকমই একটি গল্প নিয়ে তোমাদের জন্য ‘চিলড্রেন অব হ্যাভেন’ নামে একটি ছবি তৈরি করেছেন মাজিদ মজিদী। তো আর দেরি না করে এখনই দেখে নাও শিশুতোষ এই চলচ্চিত্রটি। পাওয়া যাবে তোমার পাশের ডিভিডির দোকানেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।