ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বোশেখ এলো | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বোশেখ এলো | আহমেদ রব্বানী

বোশেখ এলো বোশেখ এলো
বছর ঘুরে আবার
চারিদিকে উৎসব চলে
বাঙালি সাজার।
বোশেখ মানে পান্তা ইলিশ
আয়োজনের ওই ধুম
বাংলা ঢোলের বাদ্য বাজে
দু'চোখে নেই ঘুম।


আনন্দ আর উল্লাসেতে
করি কত হই চই
বৈশাখি ওই মেলাতে ফের
মুখরিত রই।
বোশেখ এলে স্বপ্ন যত
সাজাই থরে থরে
বাঙালি এই মনটা আমার
তখন মনে পড়ে!
বোশেখ এলে বাঙালি হই
দেশের কৃষ্টি ধরি
ইতিহাস আর ঐতিহ্য
বুকে লালন করি।
বোশেখ এলো এলো রে ওই
গরম হাওয়ার দিন
হঠাৎ ঝড়ো কাল বোশেখি
প্রকৃতি অচীন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।