ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পয়লা বৈশাখ | অমিয় দত্ত ভৌমিক

ছড়া ~ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
পয়লা বৈশাখ | অমিয় দত্ত ভৌমিক

এসেছে আবার ঘুরে
বাঙালির বৈশাখ,
প্রহরের শুরুতেই
চারদিকে হাঁকডাক।

প্রস্তুত সব-ভাই
বর্ষবরণে,
যেভাবে যে চাইছে
বিভিন্ন ধরণে।

ভোর হলেই রাঙিয়ে
দেশি সাজসজ্জা,
শানকিতে পানতা
নেই কোনো লজ্জা!

দিনভর হুল্লোড়
মেতে ওঠা গানেতে,
আল্পনা এঁকে নেবে
তুলির টানেতে।

দিন শেষে ক্লান্তি
বরণে বর্ষ,
বছরের প্রত্যাশা
থাকে যেন হর্ষ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।