ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তুমি যে মা দূরে | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
তুমি যে মা দূরে | শাহজাহান মোহাম্মদ

আজকে নাকি মা দিবস
আমি খোকা একা
মা যে আমার নেইতো কাছে
কবে হবে দেখা?

ফুল পাখি প্রজাপতি
লাগে নাতো ভালো
বাঁশ বাগানে জোনাকিরা
জ্বালায় না আলো।

মাগো তুমি আসবে কবে?
ঘুম পাড়ানি গানে
দুধ মাখা ভাত খায় না কাকে
দুঃখ মা প্রাণে।

চাঁদ মামাটা দেয় না টিপ
চাঁদের কলাপ জুড়ে
এই বেদনা বলবো কাকে
তুমি যে মা দূরে।

তাই তো আমি দোয়া করি
আমার মায়ের তরে
সব আশা তার জড়িয়ে থাক
আমার বুক ভরে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।