ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

তুষ্টি | সুমন্ত বর্মণ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৩, ২০১৬
তুষ্টি | সুমন্ত বর্মণ

পাচ্ছি আগাম আম, লিচু, জাম
কাঁঠাল, বরই, আনারস,
হোক বেশি দাম আগাম আগাম
পাচ্ছি তো ভাই নানা রস৷
গরমকালে পুরছি গালে
বর্ষাকালের ফলাদি,
দামি দামি এ ফল আমি
গর্বে নামাই গলা দি'৷
কেউবা বলে, এসব ফলে
আছে কিছু পুষ্টি কি?
সেই-ই আবার করছে সাবাড়
বোতল-প্যাকের জুস ঠিকই৷
ফলে ভরা মনোহরা
রং, কেমিক্যাল–পুষ্টি এই,
স্বাদটা কেমন? হোক না যেমন,
খাচ্ছি আগাম তুষ্টি এই।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।