ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আষাঢ়ের বিষ্টি | আব্দুস সালাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
আষাঢ়ের বিষ্টি | আব্দুস সালাম

সারাদিন ঝরছে আষাঢ়ের বিষ্টি
বিষ্টির রিমঝিম কী দারুণ মিষ্টি।

বিষ্টির পরশে সুশীতল দেশ
চারিদিক ভরে যায় সবুজে বেশ।

নদীটা যায় বয়ে দুই কূল ছাপিয়ে
জেলেরা তরী বায় বৈঠা কাঁপিয়ে।

নব জল পেয়ে খুশি পুকুরের কোলাব্যাঙ
সুর তুলে গান ধরে ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙোর ঘ্যাং।

চাষ করে মাঠে মাঠে এ দেশের চাষি
ফসলের খেত দেখে ফোটে মুখে হাসি।


বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।