ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাজার কাশি | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
রাজার কাশি | নাজিয়া ফেরদৌস

সবাই সেদিন রাজার ডাকে
আসলো তাড়াতাড়ি।
রাজার নাকি হচ্ছে কাশি
অসুখটা তার ভারি!
বদ্যি এলেন বিদেশ থেকে
বিশাল বড় নাম,
ওষুধ দিলেন খাতা ভরে
লক্ষ টাকা দাম!
দিন চলে যায় তবুও হায়
রাজার কাশি যায় না;
রাজার শোকে দুদিন ধরে
রানিও ভাত খায় না।


দুদিন পরেই রাজার পাচক
আদার রসের সাথে-
অদ্ভুত এক ওষুধ দিলো
যত্নে রাজার পাতে!
সেই না আদা খেয়ে রাজার
বন্ধ হলো কাশি;
রানির মুখে ফুটলো আবার
ভুবন ভোলা হাসি!

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।