ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নাজিয়া ফেরদৌসের দু’টি ছড়া

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
নাজিয়া ফেরদৌসের দু’টি ছড়া

একলা খুকু

আকাশ জুড়ে মেঘ গুড়গুড় খেলা
একলা খুকুর কাটছে নাতো বেলা।
দামি দামি খেলনা আছে পড়ে,
তবুও খুকুর মন বসেনা ঘরে।


মন চাইছে মেঘের সাথে যেতে
বৃষ্টি নিয়ে উঠতে খেলায় মেতে।
যেমন খেলে মেঘের সাথে আলো,
লুকোচুরি খেলা লাগে ভালো।
মস্ত শহর, মস্ত বাড়ি, মস্ত খুকুর ঘর
তবুও খুকুর মন বসেনা, সব লাগে পর পর।
অনেক খুঁজে খেলার সাথীর তাও মেলেনা দেখা,
আষাঢ় মাসে একলা ঘরে রইলো খুকু একা।

বর্ষার স্মৃতি

টুপ টুপ টুপ বৃষ্টির পানি
পড়ছে গাছের পাতায়,
লাল, নীল রং কত ছবি
ভাসছে স্মৃতির খাতায়।
বর্ষার দিনে কত হৈ চৈ
খালে বিলে মাছ ধরা,
মেঘ দেখে দেখে বন্ধুর সাথে
বৃষ্টির ছড়া পড়া।
কত লাফালাফি জল ভরা মাঠে
মার কত বকা শোনা;
বৃষ্টিতে ভেজা কদমের ফুলে
স্বপ্নের মালা বোনা।
মায়ের হাতের বানানো নৌকা
ভাসিয়ে দিয়েছি জলে-
বর্ষার স্মৃতি আজো আন মনে
কত কত কথা বলে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।