ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন গল্প | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
নতুন গল্প | নাজিয়া ফেরদৌস

মাগো আমায় নতুন করে
গল্প কোনো বলো।
নতুন কোনো রঙের দেশে
আমায় নিয়ে চলো।


ভালো যে আর লাগে না মা
সেই রাজা, সেই রানি,
রাজপুত্র, রাজকন্যা,
ডাইনি বুড়ির বাণী।
এবার তুমি নতুন করে
নতুন গল্প বলো;
নতুন কোনো ছানা পোনার
দেশে নিয়ে চলো।
যেই দেশেতে নেইকো কোনো
যুদ্ধ যুদ্ধ খেলা,
যেই দেশেতে কারও প্রতি
হয় না অবহেলা।
যেই দেশেতে রাজা সবাই
যেথায় সবাই রানি;
যেথায় শুধুই ভালোবাসা
নেইকো হানাহানি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।