ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবা তোমায় ভালবাসি | লুৎফুর রহমান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বাবা তোমায় ভালবাসি | লুৎফুর রহমান

বাবারা হয় ভালো-
নিজের প্রদীপ দিয়ে বাবা
জ্বালায় জীবন আলো
বাবার কাছে সন্তানেরা
নয় শাদা বা কালো।

বাবারা হয় ছায়া-
থাকলে বাবা একটু অসুখ
বুঝতে পারি মায়া।

করতে মানুষ এই আমাদের
ঝরায় বাবা ঘাম
চায় না তবু নাম
এলে বিপদ দাঁড়ায় বাবা
আমাদের ডান-বাঁম।

ভালো বাবা আলো বাবা
এমন করে জ্বালো বাবা
আমার ঘরে রাশি
বাবা তোমায় অনেক অনেক
অনেক ভালবাসি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।