ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জলহস্তীর অজানা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
জলহস্তীর অজানা

বিশালাকায় তৃণভোজী প্রাণী জলহস্তী আমরা সবাই কমবেশি চিনি। পানির অন্যতম বড় চারপেয়ে প্রাণী এরা।

জলহস্তী সম্পর্কে প্রচলিত একটি মজার ধারণা রয়েছে। বলা হয়, এরা যখন হতাশ হয় বা কোনো বিশেষ কারণে বেশি কষ্ট পায় তখন এদের শরীর থেকে ঘামের পরিবর্তে রক্ত ঝরে।

এ ধারণা প্রচলিত থাকলেও বিষয়টি সঠিক নয়। আসলে জলহস্তীর শরীরে থাকা মিউকাস জাতীয় এক ধরনের তেলতেলে পদার্থ নির্গত হয়। একে রেড অয়েলও বলে। এটা ঘামের সঙ্গে মিশে বাতাসের সংস্পর্শে এলে লাল রং ধারণ করে।

এটাকে ভুল ভাবে মানুষ। একটি পূর্ণবয়স্ক জলহস্তীর ওজন হয় ১৫শ কেজি পর্যন্ত। ভারী শরীর নিয়েও এরা ৩০ ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।


বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।