ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদ | রি‌মি দেবী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ঈদ | রি‌মি দেবী

ঈদ এলে
সব ফে‌লে
আন‌ন্দে হইচই,
ঈদে তাই
সহসাই
সম্প্রী‌তি থইথই৷

এই হোক
ত‌বে শোক
থাক‌বে না আর,
সু‌খে দু‌খে
দে‌বো রু‌খে
সব হাহাকার।

ঈদে খু‌শি
ম‌নে পুষি
শুধু সদ্ভাব,
যাক ঘু‌চে
ধু‌য়ে মু‌ছে
প্রী‌তির অভাব।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।